

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দল পটিয়া পৌরসভা ও উপজেলা ‘র উদ্যোগে দেশনেত্রী খালেদাজিয়া ও দেশনায়ক তারেক রহমান ‘র দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। (২৩ এপ্রিল) শুক্রবার পটিয়া বাসষ্টেশন সংলগ্ন সালাম আর্কেডিয়া অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম। পটিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু বক্কর এর পরিচালনায় এতে
প্রধান অতিথি এডভোকেট রবিউল হাসান পলাশ ,কেন্দ্রী সাংগঠনিক সম্পাদক কৃষক দল। প্রধান বক্তা সৈয়দ এম সাইফুউদ্দীন আহবায়ক চট্টগ্রাম দষ্কিন জেলা কৃষক দল।বিশেষ অতিথি বদরুল আলম বদরু,সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রী কমিটি ।জাহেদ হোসেম বিপ্লব ,সদস্য কেন্দ্রী কমিটি।বক্তব্য রাখেন পটিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক রহিম উল্লাহ ,আবদুল করিম ।সেলিম উল্লাহ ,আবদুল সালাম লেদু,জালাল উদ্দিন মাসুদ ,মো মুছা,জামাল উদ্দিন । দক্ষিণ জেলা ছাএদলের সাবেক সাংগঠনিক সম্পাদক
গাজী মনির,আজাদ,তারেক রহমান প্রমুখ।