

মোঃ ফরহাদ, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মুন্সীগঞ্জ সদরের ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ত করেন কে.এম. সায়ফুল্লাহ ভূইয়া, প্রধান শিক্ষক পরিবার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, উপজেলার শিক্ষক অফিসার নাসিমা খানম, কেন্দ্রীয় সভাপতি শাহিনুর আলামিন, সহকারী শিক্ষক সমাজ মনসুর আলম টিপু, সিনিয়র সহ-সভাপতি সরকারী শিক্ষক সমাজ, কেন্দ্রীয় কমিটি ইলিয়াস ফরাজী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর সহমান, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন প্রমুখ।
মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসান, সহ-সভাপতী তুষার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এম এম রহমান, দৈনিক রজতরেখা পত্রিকার বার্তা সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জল, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিলন, সহকারী যুগ্মসাধারণ সম্পাদক রুবেল মাদবর, মাসুদ খান, রুবেল, সাগর, মাহবুব আলম জয় প্রমুখ।
এছাড়াও আরো ছিলেন- বিভিন্ন সেক্টরের প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, জেলা সরকারী ও বেসরকারী কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন উপজেলার শিক্ষক মন্ডলী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। ইফতারের সময় মোনাজাতে দোয়া গ্রহণ কালে দেশ ও মানুষের মঙ্গল কামনা করা হয়।