

মানিক মিয়া গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় বায়োপেস্টিসাইড ও অর্গানিক ন্যানোপার্টিক্যাল ব্যবহারের মাধ্যমে ধানের বাকানী রোগ দমন শীর্ষক ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ব্যাস্তবায়নে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রদ্রুপুর গ্রামের বিভিন্ন ধান ক্ষেতে ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট (ব্রি) এর ডিরেক্টর রিসার্চ ডঃ খালেকুজ্জামান।
কৃষক আরমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভিদ রোগ ত্বত্ত্ব বিভাগের ডঃ আব্দুল লতিফ, NATP,–2 PBRG প্রকল্প পরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ কাজী শিরীন আখতার জাহান,বৈজ্ঞানিক কর্মকর্তা আমেনা খাতুন, উপ সহকারী কৃষি অফিসার বিজয়া রাণী নন্দী ও বিভিন্ন কৃষি কর্মকর্তা সহ নয়নপুর ব্লক এর কৃষকরা।
অনুষ্ঠানে শতাধিক কৃষকের উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন, ধানখেতে ক্ষতিকর বাকানী (ছত্রাক) রোগ দমনে এবারই তাঁরা পরীক্ষামূলকভাবে ধানের আবাদ করেন, যাতে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে।বায়োপেস্টিসাইড ও অর্গানিক ন্যানোপার্টিক্যাল (নিম পাতা সংশ্লেশিত) ব্যবহারের ব্যাপক সফলতা পাওয়ায় মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে পারলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং ধানের ফলন বাড়বে বলেও আশা করেন বক্তারা।
এসময় কৃষক বিল্লাল হোসেন, এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ধানের বাকানী রোগ দমনে সফলতা পাওয়ায়, কৃষি অফিসারদের কৃতজ্ঞতা প্রকাশ করে সবসময় তাদের সহযোগিতা কামনা করেন।