

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ- চট্টগ্রামেরপটিয়া উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি সোহেল সওঃ এর উদ্যাগে ৩০ এপ্রিল শনিবার হযরত শাহচান্দ আউলিয়া মাদ্রাসা এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন পটিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা মোঃ মঈনুল আলম ছোটন, প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা আবুল ফজল বাবুল, যুবদল নেতা ওবায়দুল আলম ,নইমুদ্দিন নয়ন,তরুণ দল সহ সভাপতি মোঃ খোরশেদ, মোঃ করিম আলমদার, মোঃ বছির আহমেদ, মোঃ নজরুল, সহ সাধারণ সম্পাদক মোঃ মানিক, মোঃ সিরাজ, মোঃ আকরাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, জিয়া প্রমুখ। সভায় বক্তারা বিএনপি দক্ষিণ জেলা নেতা আলহাজ্ব এনামুল হক এনামের হাতকে শক্তিশালী করার আহবান জানান এবং দেশ নেএী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ বলেন, মামলা হামলা নির্যাতন ভয়ভীতি প্রদর্শন করে বিএনপি’র আন্দোলন দমিয়ে রাখা যাবেনা যতই বেশি বাঁধা আসবে আন্দোলন আরো বেশি বেগমান হবে। গনতন্ত্র ভোট ও ভাতের অধিকার রক্ষায় বিএনপি সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নো কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।