

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়া অটো টেম্পো পরিবহন শ্রমিক সমবায় সমিতির
নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। উপজেলা সমবায় অফিসার মোঃ রাসেল চৌধুরী এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।এতে ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ মে থেকে ১০ মে মনোনয়ন ফরম সরবরাহ ও বিতরণ, ১১মে মনোনয়ন দাখিল, ১২ মে মনোনয়ন পএ যাচাই বাছাই শেষে প্রার্থী প্রাথমিক তালিকা প্রকাশ,১৬ ও ১৭ মে মনোনয়ন পএ গ্রহণ কিংবা বাতিল বিষয়ে আপিল দাখিল, ১৮,১৯,২২ মে আপিলের শুনানি গ্রহণ নিস্পক্তি,২৩ মে আপিল পরবর্তী বৈধ প্রার্থী চুড়ান্ত তালিকা প্রকাশ,২৪ মে প্রার্থীতা প্রত্যাহার,২৫ মে প্রতিক বরাদ্দ, ৪ জুন সকাল ৯ টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিনিময় কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলবে। মনোনয়ন ফরম সংগ্রহ করতে সমিতির ম্যানেজার কেএম আমজাদ হোসেনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান। এ সমিতির মোট ভোটার সাড়ে তিন হাজার বলে শ্রমিক নেতা খোরশেদ আলম জানান।