

রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন:
কেউ রাজনীতিবিদ,কেউ ব্যবসায়ী,কেউ বা চাকুরীজীবি কাজে কর্মে কিংবা পেশায় ভিন্নতা থাকলেও ব্রত তাদের একটাই-সমাজের ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন।আর এ ব্রত সামনে রেখেই তারা একটি সংগঠন করেন।সেই থেকেই একটি স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন গড়ে তুলে বিভিন্ন কল্যাণমুখী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তারা।
মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম খান্দুলীতে ওই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নাম ‘পশ্চিম খান্দুলী দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন’।প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন সংগঠনটি।
আজ রবিবার সকালে সংগঠনটির উদ্যোগে প্রায় শতাধিক সমাজের ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এসময় ঈদ সামগ্রী পেয়ে অসহায় ও দরিদ্র মানুষেরা আনন্দিত হয়ে বলেন,যাউক এইবারের ঈদ টা আমাদের ভালোভাবে কাটবে দোয়া করি যারা আমাদের এইবারের ঈদে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন আল্লায় যেনো তাদের আরো দেওয়ার তৌফিক দেয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম তালুকদার।
এসময় ঈদ সামগ্রী বিতরণে অংশ নেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তালুকদার,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কাজী কামরুল আলাম,ডাসার উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ আজিম, সংগঠনটির সাধারণ সম্পাদক মুবিন তালুকদার,কাজী বাকাই ইউনিয়নের ইউপি সদস্য সবুজ বেপারী নুরুজ্জামান তালুকদার,উজ্জ্বল তালুকদার,টিএম জহিরুল ইসলাম তুহিন,আয়নাল হক তালুকদার,বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃরিপন তালুকদার,আশিক তালুকদারসহ আরো অনেকেই।