

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের মাঠে রাজেন্দ্রপুর বাজারের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান মাছুম ট্রেডার্সের উদ্যোগে ইফতার মাহফিল ও রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজারের সিকিউরিটি গার্ডদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ মে ২০২২ইং রবিবার রাজেন্দ্রপুরের বনানী প্রগতি সংঘের মাঠে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজারের উপদেষ্টা আবু সাঈদ কামাল, রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জজ মিয়া শেখ, গাজীপুর জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার শেষে মাছুম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ মাছুমের পক্ষ থেকে রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজারের সিকিউরিটি গার্ডদের ঈদ উপহার বিতরণ করা হয়। মোঃ মাছুম সিকিউরিটি গার্ডদের ঈদ উপহার বিতরণ প্রসঙ্গে বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের খুশিকে সকলের সাথে ভাগ করে নেয়ার সামান্য চেষ্টা হিসেবে সিকিউরিটি গার্ডদের ঈদ উপহার বিতরণ করেছি। সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসলে ধনী গরীব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে। সকলে অগ্রিম ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক”