

মোঃ আল-মুকিদ মাহি স্টাফ রিপোর্টার:
রানিশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের বাসিন্দা রিফাত হাসান রিপন। তিনি গত কয়েকবছর থেকে কিডনি আক্রান্তে ভুগছেন। তার সাক্ষাৎকার নিলে তিনি সকলের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে মানবিক আবেদন ও অনুরোধ জানান।
রিপন এর এই করুন অবস্থায় পাশে দাড়ান আমাসুফ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও জাতিসংঘের তালিকাভুক্ত এনজিও ব্রাঞ্চ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা – আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার অন্তর্ভুক্ত সকল উপদেষ্টা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি সহ জেলার সকল সন্মানিত ব্যক্তিবর্গ, প্রসাশন ও জনপ্রতিনিধিদের নিকট অনুরোধ করছি। মোঃ রিফাত হাসান রিফাত, পিতাঃ মৃত খতিব উদ্দীন, গ্রামঃ এ,কে সিন্দাগড় (ফাড়াবাড়ি) রানিশংকৈল, ঠাকুরগাঁও। রাজশাহীতে অধ্যয়নরত অনার্স শেষ বর্ষের পরিসংখ্যান বিষয়ের ছাত্র। সে মরণ ব্যাধি কিডনী রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে তার দুটি কিডনী নষ্ট হয়ে গেছে যা RPGN নামে বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন যত দ্রুত সম্ভব কিডনী প্রতিস্থাপন করতে হবে। সে পিতৃহারা ছেলে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। কিডনী প্রতিস্থাপনের জন্য ১০,০০০,০০/- (দশ লক্ষ) টাকা প্রয়োজন যা তার পরিবারের পক্ষে ব্যয় করা আদৌ সম্ভব নয়। এমতাবস্থায় আপনাদের আর্থিক সহযোগিতা তার একমাত্র ভরসা। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
সেই সাথে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার প্রশাসনের প্রতি নিবেদন, প্রশাসন যেন রিফাত হাসান রিফাত’কে সকল আইনি সহযোগিতা প্রদান করেন।
কিডনি আক্রান্ত রিফাত হাসান রিপন সকলের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে এলাকাবাসীর সু-দৃষ্টি আর্কষণ করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ বিকাশ- 01793-968947 (নিজ)
ব্যাংক একাউন্টঃ 20504110200325610, ইসলামি ব্যাংক রানিশংকৈল শাখা, ঠাকুরগাঁও।