

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
নিজের রেশনকে ঈদ উপহার হিসেবে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত। ভিক্ষুক মুক্ত ঝিকরগাছা উপজেলার পৌর বাজারের খুঁজে পাওয়া ২০জন ভিক্ষুকদের মাঝে, সরকারি কর্মকর্তা হিসেবে নিজের প্রাপ্য ৩মাসের রেশন বিতরণ করেছেন। মানবিক থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চিরন্তনবাণী ধর্ম যার যার উৎসব সবার। যার জন্য অসহায়, দুস্থ, অবহেলিত পরিবারের সদস্যরা বাজারের ভিক্ষা করতে দেখে আমার সহধর্মিণীর সাথে একান্ত পরামর্শে আমার নিজের ৩মাসের জমানো রেশন ঈদ উপহার হিসেবে তাদেরকে দিতে পেরে আমি খুব আনন্দিত। রেশন হতে প্রাপ্ত চাল, ডাল, তেল, চিনি এবং ময়দার পরিবর্তে সংগৃহীত দুধ ও সেমাই দ্বারা কর্মহীন, শারীরিক ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে আপ্যায়ন করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার এই কাজে সহযোগিতা করেছে, আমার সেই সকল সহকর্মীদের। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কাজের উৎসাহ দাতা ও সার্বিক সহযোগিতাকারী আমার অর্ধাঙ্গিনীকে। সচেতন মহলের নিকট আমার দাবী আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান। এসময় তার সফর সঙ্গী ছিলেন সহধর্মিণী রাখি বিশ্বাস।