

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার
আমতলীতে শুক্রবার রাতে উপজেলার উত্তর খেকুয়ানী গ্রামে রাতে খাবার খেয়ে অজ্ঞান হয়ে পরে ৩ পরিবারের ১১জন এখন আমতলী হাসপাতালে।
জানাগেছে,খেকুয়ানী গ্রামে ঈদ করতে আসে আয়জদ্দিন খালিফা,ছেলে ফজলু খলিফা ও পার্শ্ববর্তী বাড়ী আলতাফ হাওলাদারের তাদের আত্মীয় স্বজনরা।পরিবারবর্গ রাতে ভাত খাবার পর অজ্ঞান হয়ে পরে। রাত সাড়ে ১১টায় তাদের পুকুর সেচ দিতে থাকা আবুল বাশার তাদের ডাকার জন্য আসে।এসে দেখে তাদের কোন সাড়াশব্দ নেই। তিনি প্রতিবেশীদের খবর দিলে ফারুক খান ও অন্যান্যরা তাদের আমতলী হাসপাতালে নিয়ে আসে।অজ্ঞান ব্যক্তিরা হলেন,আয়জদ্দিন খালিফা (৭০), ছেলে ফজলু খলিফা (৫০), স্ত্রী ফাতেমা বেগম (৬০), পুত্রবধু মাজেদা বেগম (৪০), প্রতিবেশী কুলসুম বেগম (৬৫), আলতাফ হাওলাদার (৬১), স্ত্রী শেফালী বেগম (৫০), কন্যা কল্পনা বেগম (৩৫), জামাতা সুজন মিয়া (৪৫), নাতি ইমরান (১২), নাতনী সানজানা (৯)।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন বিশ্বাস বলেন, রাতে আমতলী হাসপাতালে ১১জন অজ্ঞান রোগী নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজীৎ কুমার সরকার বলেন, খবর পেয়েছি, আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।