গাজীপুর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু


মানিক মিয়া ;গাজীপুর:
গাজীপুরে সদর উপজেলায় পেঁপে বাগান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (৮মে) সকাল ১১টার দিকে সদর উপজেলা পিরুজালী ইউনিয়নের ময়তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শান্ত স্থানীয় আবু তাহেরের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে নিজস্ব পেঁপে বাগান পরিষ্কার করার জন্য কাচি নিয়ে পেঁপে বাগানের মধ্যে যায়। এসময় জমিতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে থাকায় অসাবধানতা বশতঃ ঘাস কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে স্পর্শে শর্ট সার্কিটের মাধ্যমে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কিন্ত চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category