

রিপোর্ট সৈয়দ সালমান হোসেন অন্তু#
নবগঠিত ডাসার উপজেলার কমলাপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম প্রতিষ্ঠিত মহরজান অরফানেজ ফাউন্ডেশনের বার্ষিক কর্ম পরিকল্পনা ও মানোন্নয়নে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(শুক্রবার) সকালে সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সমন্বয়কারী সৈয়দ সামসুজ্জামান পাভেজের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ও কালকিনি পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবুর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ডাসার এলাকার ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম সিকদার(ভাসাই)।
বিশেষ অতিথি ছিলেন মহরজান অরফানেজ ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সাভাপতি মোঃ ইউনুস খান, সাধারন সম্পাদক সৈয়দ শফিউজ্জামান পাপেল, ইউপি সদস্য রেকাত আকন সহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা করেন ১৭২নং পূর্ব কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মাতুব্বর, আবু বকর সিদ্দিক, এনামুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ তাওহীদুল ইসলাম, সাগর মাতুব্বর ও সৈয়দ সাইফুর রহমান(রবিউল)। পরে উপস্থিত সকলের সৌজন্যে গণভোজের আয়োজন করা হয়।