

মানিক মিয়া গাজীপুর:
গাজীপুর সদর উপজেলাধীন রাজেন্দ্রপুরের ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রথম পর্বের ফল প্রকাশ উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মে) প্রতিষ্ঠানের সাযযাদ কাদির মঞ্চে ওই সভা অনুষ্ঠিত হয়।
ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রওশন আরা রুমির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল হক এবং অভিভাবকদের পক্ষ থেকে রওশন আরা বেগম, জেসমিন আক্তার, সালমা বেগম, ফাতেমাতুযযোহরা, আসমা সুলতানা, হাজেরা বেগম, আলমগীর হোসাইন, নুরুজ্জামান টিপু প্রমুখ।
সভায় বিপুলসংখ্যক অভিভাবক ও চারটি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি মহোদয়ের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করার পর, অভিভাবকদের হাতে নম্বরপত্র তুলে দেয়া হয়।