

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা আজ শুক্রবার সকাল ১০টায় গোজখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
গুলিশাখালী ইউনিয়ন আওয়ামলীগ সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমতলী পৌর সভার মেয়র মোঃ মতিয়ার রহমান ও আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সোহেলী পারভীন মালা,রফিকুল ইসলাম রিপন, এ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অশোক কুমার মজুমদা র, আওয়ামীলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম জুয়েল,জহিরুল ইসলাম খোকন মৃধা, যুবলীগ নেতা মোঃ মাহবুবুর রহমান,সাইফুল ইসলাম বাদল প্যাদা,তাজুল ইসলাম মিঠু,সৈয়দ মোঃ নাজমুল হক,তোফাজ্জেল হোসেন তপু,মো. হুমায়ুন কবির,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুব ইসলাম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।