

মোঃখোরশেদ আলম ব্যুরো প্রধান:
কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুর ছোট ভাইয়ের বিয়েতে ৫ লিটার সয়াবিন তৈল উপহার দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের বর কাজী লুৎফর রহমান মাসুমের বউভাত অনুষ্ঠানে উপহারটি তুলে দেন মাছুমের বড় ভাইয়ের বন্ধু ইমাম হোসাইন। বিয়েতে এটিই তাঁর উপহার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিতি অতিথিরা কৌতূহলী হয়ে ভিড় জমান। সবার আগ্রহী চোখ ছিল সয়াবিন তেলের বোতলটির দিকে। এর মধ্যেই বর মাসুমের হাতে সয়াবিন তেলের বোতলটি তুলে দেন ইমাম।
মো. ইমাম হোসাইন বলেন, ‘এখন সয়াবিন তেলের অনেক দাম। আগামী দিনে আবারও তেলের দাম বাড়তে পারে। বন্ধুর ছোট ভাইয়ের সংসারে নতুন বউ আসছে। বউ যেন রান্নার কাজে ব্যবহার করতে পারে, তার জন্য আমি ৯৮৫ টাকা দিয়ে ৫ লিটারের এই সয়াবিন তেলের বোতলটি কিনে উপহার দিলাম।’
বর কাজী লুৎফর রহমান মাসুম বলেন, ‘আমার বিয়ের অনুষ্ঠানে বন্ধু এবং আত্মীয়-স্বজনেরা বিভিন্ন ধরনের উপহার দিচ্ছেন। এর মধ্যে সয়াবিন তেলটা একটি ভিন্ন ধরনের।