
খোরশেদ আলম, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সিভিডিপি-৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের বার্ড অংশের সমবায়ীদের অংশগ্রহণে মাসিক যৌথসভা, ই-প্রশিক্ষণ কোর্স ও কর্মী ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।
উপজেলা সমবায় কর্মকর্তা ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা আব্দুল কুদ্দুসসহ উপজেলা সমবায় অফিসের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সর্ম্পকে বক্তব্য রাখেন মোঃ খোরশেদ আলম, শাহ আলম, সংকর পাল, আরিফুর রহমান, জান্নাতুল ফেরদৌস, তপুরা বেগম প্রমুখ।