

স্টাফ রিপোর্টারঃ
আসন্য জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আগাম গনসংযোগে মাঠে ঘুরছেন বাঁকা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তরুন সমাজ সেবক সাংবাদিক এইচ এম হাকিম, জানা গেছে, জীবননগর উপজেলার জনগনের মাঝে নতুন প্রার্থী হিসেবে ক্লিন এ্যামেজের প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম গনসংযোগ করছেন উপজেলার বিভিন্য ইউনিয়ন সহ পাড়া মহল্লাতে।আগাম গনসংযোগে প্রার্থীদের মাঝে ফুটে উঠছে নির্বাচনের এ্যামেজ,গণসংযোগে মাঠ ঘুরেন উথলী, সেনেরহুদা মিড়গামাড়ী,ডেহাটি সহ উপজেলার কয়েকটি গ্রামে গণসংযোগ করে এবং সাধারন জনগনের খোঁজ খবর নেওয়া সহ ব্যাস্থ সময় পার করেন।এ সময় নতুন প্রার্থীর সাথে সফর সঙ্গী হিসেবে মাঠে ঘুরেন,উথলী আওয়ামী লীগ নেতা মোঃ আঃ রাজ্জাক, বদিয়ার রহমান, বাবলুর রহমান, জীবননগর পৌর আওয়ামী লীগ নেতা রাকিম হোসেন,মোঃমমিনুর রহমান, ছাত্রলীগ নেতা সজিব সহ আরো অনেকে।