

নিজস্ব প্রতিবেদকঃ-
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পানান গ্রামের তরুণ সাংবাদিক মোঃমিজানুর রহমান মিঞ্জু ২০২০ সালে পাশ্ববর্তী জামালপুর জেলার মোছাঃ নিপা আক্তার কে বিয়ে করেন।
সাংবাদিক মিজানুর নিপা দম্পতির বিয়ের দের বছরের মাথায় (২৪ মে) মঙ্গলবার ভোর রাত ০৪:৩০ ঘটিকায় জামালপুর সদরের মানব সেবা ক্লিনিকে তাদের ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান।
কন্যা সন্তান জন্ম নেওয়ায় সাংবাদিক মিজানুর রহমান মিঞ্জু অনেক খুশী হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজ ফেসবুক আইডি https://www. facebook .com/doynik digitalbangla থেকে পোস্ট দেন (আলহামদুলিল্লাহ
একটা জান্নাতের মালিক হলাম আজ রাত ৪.৩০ ঘটিকায় কন্যা সন্তানের বাবা হলাম)।
তাঁর সাথে ম্যাসেঞ্জারে কথা বললে তিনি বলেন কন্যা সন্তান হওয়ায় আমি ও আমার স্ত্রী অনেক খুশী।
বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।
তিনি সকলের নিকট তাঁর কন্যা সন্তানের জন্য দোয়া কামনা করেছেন।