

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পরক্রিয়া প্রেমের টানে দুই সন্তানের জননী রুমা দে (৩০) প্রেমিকের হাত ধরে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড সাধন ডাক্তার বাড়িতে। সে ঐ এলাকার রবীন্দ্র দে ছেলে সুমন দে এর স্ত্রী। এঘটনায় সুমন দে বাদী হয়ে ২৬ মে স্ত্রী রুমা দে এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায়, সুমন দে পেশায় একজন গরুর দুধ বিক্রিতা।প্রতিদিন সে গরুর দুধ বিক্রি করতে শহরে চলে যায়। রাতে ঘরে এসে দেখতে পাই তার স্ত্রী রুমা পরপুরুষের সাথে মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে। রুমার পরক্রিয়া প্রেমের বিষয়টি স্বামী সুমন দে বুঝতে পেরে তার শশুর বাড়ির লোকজনকে বিষটি অবগত করেন।কিন্তু তাতেও রুমাকে দমিয়ে রাখা যায়নি, অবশেষে প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে উধাও হয়ে যায় দুই সন্তানের জননী । রুমা দে যাওয়ার সময় স্বর্ণালংকার কৃষি ব্যাংক থেকে ঝণ নেওয়া ১০ লাখ টাকা ঘরের আলমারি থেকে নিয়ে যায় বলে সুমন দে অভিযোগ সুএে জানাযায়। বর্তমানে রুমার তিনটি মোবাইল নং বন্ধ।এবিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি পরক্রিয়া প্রেমঘটিত ব্যপার তবে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঘটনার সত্যিতা নিশ্চিত করেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইন্জিনিয়ার রুপক সেন।