

এস.এম দুর্জয় গাজীপুরঃ
সকলের প্রিয়”আলীরাজ” -গাজীপুর জেলার “সাহিত্য ও প্রকাশনা” সম্পাদক। বিশিষ্ট কবি, লেখক সাহিত্যিক অসুস্হ দেশবাসীর কাছে দোয়ার আর্জি।সু-প্রিয় কবি ও সাহিত্যপ্রেমী বন্ধুগন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে..আমাদের সকলের জনপ্রিয় ও সুপরিচিত মুখ, সহ যোদ্ধা, তেলিহাটি ইউনিয় “জাসাস” এর সংগ্রামী সভাপতি। “কলম একাডেমী লন্ডন” গাজীপুর জেলার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিক “আলীরাজ” Md Aliraj ব্রেইন স্টোক করে শারীরিক ভাবে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি আছেন।
সকল কবি, লেখক, সাহিত্যিক শুভাঙ্ক্ষী সহ সর্বস্তরের সকলের কাছে ও আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে দোয়ার দরখাস্ত রইলো। তিনি সুস্থ হয়ে যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন।…আমীন
আমাদের সবার প্রিয় কবি-আলীরাজ এর প্রতি অনেক অনেক দোয়া ও শুভকামনা। আসুন-আমরা সকলে প্রিয় কবি – আলীরাজ এর সুস্হতার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করি।অনেক-অনেক -দোয়া ও ভালোবাসা রইলো প্রিয় কবি আপনার প্রতি। আশা করি খুব শীঘ্রই অসুস্থতা কাটিয়ে মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে…. শেফা দান করুন ও হায়াতে তৈয়্যাবা দান করুন, সবাই দোয়া করবেনা।
…………………..আমীন…..