

মোঃখোরশেদ আলম ব্যুরো প্রধান:
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ গত দুইদিনে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মাদক ও বিভিন্ন ওয়ান্টেভুক্ত ২৩ আসামী কে গ্রেপ্তার করেছেন। এ তথ্যটি নিশ্চিত করছেন চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
তিনি জানান, শুক্রবার ও শনিবার এই দুইদিনের অভিযানে তাদের কে হাতেনাতে আটক করতে স্বক্ষম হয়।
আটকৃতরা হলো পৌরসভা নবগ্রামের আরস মিয়ার ছেলে আবুল কাশেম, আবুল কাশের স্ত্রী শেফালি বেগম,ঘোলপাশা ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের ছেরাজুল ইসলামের ছেলে ইয়াছিন, মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে মোহাম্মাদ আলি, কনকাপৈত ইউনিয়নের লাউলাইশ গ্রামের আলি হায়দারের ছেলে মাইন উদ্দিন, একই পিতার ছেলে মহি উদ্দিন, কাশিনগর ইউনিয়নের বাঙ্গালমুড়ি গ্রামের হানিফ মিয়ার স্ত্রী বানেজা বেগম, সিরাজ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া,গুণবতী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আব্দুল মান্নান, শুভপুর ইউনিয়নের গাজবাড়িয়া গ্রামের রাসেদের ছেলে জামাল মিয়া, আব্দুল বারেকের ছেলে সাইফুল ইসল,মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের বেলাল হোসেনের ছেলে আকতার হোসেন,
উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণ গ্রামের জয়নাল আবদীনের ছেলে মুকবুল আহমমদ, জগমোহনপুর গ্রামের আনা মিয়ার ছেলে জালাল মিয়া, একই গ্রামের আবিদ আলির ছেলে আবুল কাশেম।
অপরদিকে শনিবার সকালে ২০ কেজি গাঁজা সহ ৬ জন ও পারিবারিক বিরোধে ২জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো
কুমিল্লার সদর দক্ষিণ থানার জগপুর গ্রামের শাহ আলমের ছেলে মোঃ মাইন উদ্দিন প্রকাশ মোঃ মহিন, রাজেশপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন,জগপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মোঃ আকতার হোসেন, আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান, বাতিসা ইউনিয়নের কালিকাপুর মধ্যম টিলার ফটিক মিয়ার ছেলে মোঃ রাশেদ মিয়া, ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী গ্রামের ইউছুপ মিয়ার ছেলে মাসুদ রানা, চৌদ্দগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান বিশেষ অভিযান অব্যাহত থাকবে, আটকৃতদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।