

হাসর আলী স্টাফ রিপোর্টার:
যতই দিন ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা ততটাই জমে উঠছে। আগামী ১৫ জুন বুধবার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জামালপুরের ইসলামপুর নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদলের নির্বাচনি আলোচনা সভায় সাধারণ ভোটারের জনতার ঢল।
বাদল তার সমর্থকদের নিয়ে আনারস মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করে দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পথসভা, গণসংযোগ ও প্রচার প্রচারণা করে আসছে।
শনিবার (৪ জুন) বিকালে উলিয়া বাজার নিজ বাসভবন প্রাঙ্গনে আলহাজ আব্দুল কাদেরের সভাপতিত্বে তৃণমুল সাধারণ ভোটারদের নিয়ে এক নির্বাচনী আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ডের বদিউজ্জামান বুদু, চান মিয়া, তারা মিয়া, ৫নং ওয়ার্ডের জাকির হোসেন, কাজলা আমিরুল, জিয়া কাজী, সাবেক মেম্বার আনিছুর, রামভদ্রার আনোয়ার, ফয়জুর ঢালী প্রমাণিক, ছমির শেখ, বাবুল, ঢালী, বুদু, মাঝবাড়ির নাছির, টগার চরের মতিউর, কাঠমার আনিছুল হক, আলি প্রমাণিক, তারতাপাড়ার মন্টু প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আপনারা সবাই জানেন মশিউর রহমান বাদল একজন প্রিয় মানুষ। তিনি এই ইউনিয়নের একজন সাবেক চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যানের দায়িত্ব পালনকালীন সময়ে অনেক উন্নয়ন করেছেন। যার কোন তুলনা হয় না। যাকে আমরা সব সময় পাশে পাই, সকল বিপদ আপদে সব সময় ইউনিয়নবাসীকে সহযোগিতা করেন তিনি হলেন মশিউর রহমান বাদল। তাই তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আগামী ১৫ জুন তাকে আনারস মার্কায় ভোট দিয়ে আবারোও ইউনিয়নবাসীর সেবার করার সুযোগ দিতে হবে। চেয়ারম্যান থাকাকালীন সময়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, জন্ম নিবন্ধন, বিভিন্ন বিচার শালিসীসহ সুযোগ সুবিধা আমরা বিনামূল্যে পেয়েছি। তার নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ঐতিহাসিক হাড়গিলা বাঁধ নির্মাণ করা হয়েছে। যার সুফল এখনো আমরা পাচ্ছি। বাঁধ নির্মাণ করার ফলে হাজার হাজার হেক্টর ফসলী জমির আবাদ সেখানে আমরা করতে পারছি।
চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাদল তার বক্তব্যে বলেন, দলবল নির্বিশেষে আমার নোয়ারপাড়া ইউনিয়নবাসী সাধারণ ভোটারদের কাছে আকুল আবেদন আমি চেয়ারম্যান থাকালীন সময়ে যে সমস্ত কাজগুলো অসমাপ্ত রেখেছিলাম সেই অসমাপ্ত কাজগুলোর সমাপ্ত করার জন্য আগামী ১৫ জুন বুধবার সকালে আনারস মার্কা ভোট দিয়ে কেন্দ্রে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করনে।