

মানিক মিয়া গাজীপুর প্রতিনিধিঃ
দেশের বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম বর্ষে পদার্পণ উপলক্ষে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্নাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুন) দুপুরে গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি আইয়ুব খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাতাব উদ্দিন কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
গাজীপুর সদর উপজেলা প্রসক্লাবের আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বাবুল হোসেন খান, গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের ভ্রাম্যমান প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেম, মাই টিভি প্রতিনিধি মাহাবুব হোসেন, যুগান্তর জয়দেবপুর প্রতিনিধি জসিম উদ্দিন, গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহাবুব আলম, দৈনিক সংবাদ প্রতিদিনের ওবায়দুল ইসলাম, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি লাভলু মিয়া, আলোকিত নিউজ প্রতিনিধি সবুজ সরকার, ভোরের দর্পণ প্রতিনিধি সাইফুল ইসলাম শুভ, দৈনিক স্বাধীন বাংলার রুকনুজ্জামান খান, বর্তমান কথা প্রতিনিধি এস এম দূর্জয়, সাংবাদিক রতন হোসেন, আক্তার হোসেন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সদস্য সুমন গাজী, নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা যায়যায়দিন পত্রিকার মঙ্গল কামনা সহ পত্রিকাটির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং যায়যায়দিন পত্রিকা ১৭ তম বর্ষে পর্দাপণ করায় শুভেচ্ছা জানান।