

পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ-
চট্টগ্রামের পটিয়া বয় সমিতির উদ্যােগে ৭ জুন মঙ্গলবার বিকেলে গাজী কনভেনশন সেন্টারের সম্মুখে বয়দের নুন্যতম ৪০০ টাকা মজুরি দাবি মেনে নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন। বয় সমিতির সাধারণ সম্পাদক আলী হোসাইন পরিচালনা এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভার সভাপতি শফিকুল ইসলাম শফি, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোজাম্মল হক মাজু, প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌর জাতীয় শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক সুমন আলী চৌধুরী, বক্তব্য রাখেন,হাসেম মাঝি,আবদুল মাঝি,হোসেন মাঝি,সুলতান মাঝি,নুরুল ইসলাম, মোঃ আবদুল, মোঃ খোরশেদ, মোঃ মজিব,জাকির মাঝি, করিম মাঝি প্রমুখ। সভায় বক্তারা বলেন,কমিউনিটি সেন্টারে বয়দের নুন্যতম সাড়ে তিনশত টাকা এবং গ্রাম এলাকায় ৪০০ টাকা মজুরি মেনে দেওয়ার দাবি জানান। অন্যাতাই আগামী ১০ জুন থেকে বয় সমিতি সকল অনুষ্ঠান বর্জন করার হুশিয়ারী উচ্চারণ করে বলেন এ বিষয়ে পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল সম্মতি প্রকাশ করেছেন।