

মোঃখোরশেদ আলম ব্যুরো প্রধান:
চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিউলী রহমান তিন্নী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ, চৌদ্দগ্রাম থানার সার্কেল জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তমালিকা পাল,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। এ সময় প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উপস্থাপন করলে প্রধান অতিথি শিউলী রহমান তিন্নী বলেন, কোন প্রার্থী আইনের উর্ধ্বে নয়। কেউ যদি কোন আচরণ বিধি লঙঘন করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আগামী ১৫ জুন এ ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।