

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতে বিজেপি দুইনেতা অবমাননা ও কটুক্তির করার প্রতিবাদে পটিয়ায় আনজুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ১০ জুন শুক্রবার বিকেলে সূফি দর্শন গবেষনা পরিষদ ছাত্র-যুব পরিষদ প্রতিবাদ সভায় প্রধান মেহমান ছিলেন দরবারে সাজ্জাদানশীন মুরর্শিদে বরহক আল্লামা শাহ্সূফী মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (ম.জি.আ.)। বক্তব্য রাখেন, দরবারের শাহজাদা মাওলানা মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী, সংগঠক মো: আবু তৈয়ব, সূফি দর্শন গবেষনা পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মো: সরওয়ার, মোহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ নুরুল ইসলাম, ডা: এমএ হোসেন, কামাল উদ্দিন পারভেজ, ইঞ্জিনিয়ার ফারুক মোহাম্মদ, আসিফ, মো: আবদুল বায়েজ, মো: এয়াছিন আরাফাত, ইমন, জিসান, মঈনুদ্দিন, হেলাল প্রমুখ। প্রধান মেহমান সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী বলেন, বিশ^নবী হযরত মুহাম্মদ মোস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব,যার শান ও মান আকাশচুম্বী, যার চরিত্র সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ,স্বয়ং আল্লাহ তায়ালা তাঁর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন।তাঁর এমন মহান চরিত্রের উপর অবমাননাকর বক্তব্য যে সকল কুলাঙ্গাররা প্রদান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান এবং আজ শনিবার বিকেল ৩টায় পটিয়া আবদুস সোবহান রাহাত আলী স্কুল প্রাঙ্গন থেকে এক প্রতিবাদ মিছিল আনজুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদ ও সূফি দর্শন গবেষনা পরিষদ ছাত্র-যুব পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিবাদ সমাবেমে সকল আশেকান ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য দরবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।