

মানিক মিয়া গাজীপুর:
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল টাইগার্স ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১০ জুন) দিনভ্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার ভবানীপুর নয়াপাড়া ভাওয়াল টাইগার্স মাঠে প্রয়াত সদস্যদের স্বরণে দোয়া, বৃক্ষ রোপন, ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ভাওয়াল টাইগার্স ক্লাবের আহ্বায়ক লুৎফর রহমান খানে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
বিকেলে খেলায় বিজয়ী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ক্রিকেট একাদশ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফুটবল একাদশের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
গাজীপুর সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি হাসান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন,
মা টাইলস্ এর প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন খান, দেলোয়ার হোসেন শেখ, ভাওয়ালগড় ইউপি সদস্য শেখ এমদাদুল হক, তোফাজ্জল হোসেন শেখ, ভূইয়া টাইলস হাউস-২ এর প্রতিষ্ঠাতা নুরুজ্জামান ভূঁইয়া, বাবলু আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ভাওয়াল টাইগার্স ক্লাবটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠা লাভ করে।