

রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন:
মহানবী হযরত মুহাম্মদ (স.) এর শানে ভারতের বিজেপির নেতৃত্ব কর্তৃক চরম অবমাননার প্রতিবাদে আজ সমগ্র বিশ্ব ক্ষোভ-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। তাই অনতিবিলম্বে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশকেও রাষ্ট্রীয়ভাবে নবী করীম (স.) এর অবমাননার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহন করতে হবে। সেই সাথে ভারতের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সে দেশের সবধরণের পণ্য বয়কট করতে হবে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন জিন্দাল কর্তৃক চরম অবমাননার প্রতিবাদে ডাসারে সর্বস্তরের লোকজনের উদ্যোগে আয়েজিত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
আজ বাদ আছর ডাসার থানার প্রধান সড়কে অনুষ্ঠিত এ বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, বিশ্বময় শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠার অগ্রদূত, সভ্যতা ও মানবতার নবী, সর্বশ্রেষ্ঠ নবী মহানবী হযরত মুহাম্মদ (স.) এর চরম অবমাননা করে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন জিন্দাল চরম অসভ্যতার পরিচয় দিয়েছে। প্রকাশ্যে তাদের ফাঁসি দিয়ে এই ধৃষ্টতার বিচার করতে হবে।
মানববন্ধন শেষে নবীপ্রেমিক তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল ডাসারের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর আল্লাহু আকবর ধ্বনিসহ মিছিলকারীদের ঈমানী চেতনাদীপ্ত স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে উঠে।