

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
যশোরের ঝিকরগাছা পৌর সদরের ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার সময় স্কুলের কনফারেন্স রুমে ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সিনিয়র শিক্ষক নির্মল কুমার সরকার, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম চায়না, শবনম পারভিন, সুমা কর্মকার, রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক আশরাফ আলী, স্বপন কুমার ঘোষ, কামরুন্নাহার, শাহানারা খাতুন, মাজহারুল ইসলাম, রুহুল কুদ্দুস, সিরাজুল ইসলাম (বাংলা), রোকশানা শরমিন, সহকারী গ্রন্থগারিক সানজিদা আখতার, ট্রেড ইন্স্ট্রাক্টর মুনির হোসন, উজ্জ্বল কুমার বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, সহকারী শিক্ষক মাহমুদ পারভেজ, তাপস কুমার ভাস্কর, শাহামিনা খাতুন, কম্পিউটার প্রদর্শক শাকিলা খাতুন, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিশেষে ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীসহ সকল পরীক্ষার্থীর জন্য দোয়া কামনা করা হয়।