ইসলামপুর ৬টি ইউপি নির্বাচনে আঃ লীগ-৫ স্বতন্ত্র-১ বেসরকারি ভাবে নির্বাচিত


শরিফ মিয়া ইসলাম পুর,,
জামালপুরের ইসলামপুর ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) প্রতীক’র ৫ জন স্বতন্ত্র-১ জন প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলার কুলকান্দী ইউনিয়নে আনিছুর রহমান স্বতন্ত্র (চশমা)
বেলগাছা আব্দুল মালেক (নৌকা)
চিনাডুলী আব্দুস ছালাম (নৌকা)
সাপধরী শাহ্ আলম মন্ডল (নৌকা)
নোয়ায়ারপাড়া রোমান হাসান (নৌকা)
পার্থশী ইফতেখার আলম বাবলু (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category