

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান হয়েছে। আজ ১৬ জুন ২০২২ ইং বৃহস্পতিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ লিয়াকত আলী খান। রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া সদস্য (সহকারী শিক্ষক) নজরুল ইসলাম বিএসসি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসকর, সাবেক জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম শিমুল রাজাবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মনিরা পারভীন, যুবলীগ নেতা ইউসুফ আলী শেখসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবক সদস্যগণ। অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকৃত ছাত্র-ছাত্রীদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব মাষ্টার।