

মানিক মিয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামে হাজী নুরুল ইসলাম মডেল একাডেমি বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ জুন) সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এবার অত্র প্রতিষ্ঠান থেকে ২৪ জন ছাত্র, ১৭ জন ছাত্রী সহ মোট ৪১ জন পরীক্ষার্থী আগামী ১৯ জুন ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে।
প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক এম মোর্শেদ আলমের সঞ্চালনায় ও ভাওয়ালগড় ইউপি সদস্য শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব কফিলউদ্দিন বিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ’ লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার,বীর মুক্তিযুদ্ধা আমিন উদ্দিন,
সার্ভেয়ার ওসমান গনী,কড়ই তলী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর বেপারি,মোঃ কাউছার, মোঃ সাইজুদ্দিন সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সকলের জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দেলুয়ার হোসেন।