

নিজস্ব সংবাদদাতা:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়াচালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুন ২০২২ইং বৃহস্পতিবার সকাল ১১টায় পাবুরিয়াচালা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পাবুরিয়াচালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন বিএসসি’র সভাপতিত্বে ও পাবুরিয়াচালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবুরিয়াচালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বাবুল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাংবাদিক মোসলেহ্ উদ্দিন খান বাবুল, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক সদস্যগণ। ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকৃত ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া এবং বিদ্যালয়ের দাতা সদস্যদের জন্য দোয়া করে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।