

মানিক মিয়া গাজীপুর:
গাজীপুর সদর উপজেলায় ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজে প্রবেশের রাস্তার উন্নয়নের সংস্কারের কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টার দিকে ভবানীপুর বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপর কলেজের ব্যান্স ফেলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় প্রায় ৩০ মিনিট ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজে যাতায়াতের জন্য পূর্বপাশের রাস্তার উন্নয়ন সংস্কারের কাজের জন্য গত ৪/৫ দিন আগে উপজেলা প্রশাসন ইট বালু জড় করলে বনবিভাগের লোকজন কাজ বন্ধ করে দেয়। এ কারনে আমরা রাস্তার কাজ বন্ধ কেন? প্রশাসনের কাছে জবাব চেয়ে মিছিল সহ মহাসড়ক অবরোধ করি।
এর পর জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে রাস্তাটি খুলে দেয়ায় আশ্বাসে ছাত্র-ছাত্রীরা ক্লাসে ফিরে যায়।
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে কলেজ প্রতিষ্ঠার পর এ রাস্তাটি কলেজের একমাত্র প্রধান সড়ক বলে জানান কলেজ কর্তৃপক্ষ।