

মানিক মিয়া গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী কে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুন) রাতে সদর উপজেলার শিরিরচালা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশের কোয়ালিটি ফিট গেইটের সামনে থেকে তাদের আট করা হয়।
আটকৃতরা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ থানার পানোর চরপাড়া গ্রামের শহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০), সে শ্রীপুর উপজেলার নতুন বাজার সেলিম ভূঁইয়ার বাড়ীর ভাড়াটিয়া। এবং একই জেলার সদর থানার আতকাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম মোমেন (৪০), সে একই উপজেলার আনছার রোড এলাকার নজরুল ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এস আই রকিবুল ইসলাম জানান,শিরিরচালা এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য নিজ হেফাজতে নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, আটককৃত দের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।