

সোহেল রানা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে পুলিশ সুপার কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুন) বিকেলে নীলফামারী পুলিশ লাইন্সে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে পরস্পর প্রতিদ্বন্ধীতা করেন ভিক্টোরিয়ান্স কিং (পুলিশ হাসপাতাল) ও ট্রাভেলস কিং (এম টি)। এতে জয়লাভ করে ভিক্টোরিয়ান্স কিং। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম (অতিরিক্ত ডিআইজি)।
এসময় বক্তব্য রাখেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল-ফারুক, র্যাব-১৩ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা এন.এস.আই এর উপ-পরিচালক মোঃ খালিদ হাসান, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমান সরকারের প্রধান মাননীয়, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অতীতের ন্যায় বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। খেলাধুলার পরিবেশে যে জায়গায় নাই সেখানে ভালো খেলোয়াড় তৈরি হয় না এবং ভালো পরিবেশ বিরাজ না করায় মাদক, ইভটিজিং, চুরি, ছিনতাই সহ নারী ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা গুলো বেশি লক্ষ্য করা যায়। একমাত্র খেলাই অপরাধমূলক কাজ থেকে শিশু কিশোরদের দূরে রাখতে পারে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আবুল হাসেম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জল, নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুরুল করিম, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ভূবন মোহন তরফদার সহ আরো অনেকে।
খেলায় আম্পায়ারীং এর দায়িত্ব পালন করেন রেজওয়ানুল আরিফ, সাদ্দাম হোসেন জর্জ, আব্দুল্লাহ আল নোমান, সাইফুল ইসলাম মানিক। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী টিমের রাকিব ইসলাম। এছাড়া সর্বোচ্চ উইকেট শিকারী নির্বাচিত হয় মোরশেদ, সর্বোচ্চ রান সংগ্রহকারী ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় আশিক।