

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ-
এবার দেশের মধ্যে আম উৎপাদনে চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে শীর্ষস্থানে অবস্থান করছে নওগাঁ জেলা। গত কয়েক বছরে নওগাঁর জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর উপজেলাসহহ জেলার অন্য উপজেলাগুলোয় আম উৎপাদন ব্যাপক হারে বেড়েছে নওগাঁ জেলা কৃষি কর্মকর্তা সুএে জানাযায়।
পটিয়া উপজেলা ও পৌর সদরে বিভিন্ন হাট – বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির আম ৷ দেশের বিভিন্ন জেলায় আমের বাম্পার ফলনের ফলে পটিয়ায় বাজার মৌসুমী আমে সয়লাব, এখন পুরোদমে বাজারে আসছে আম। আমের শুরু আমরূপালী, হিমসাগর, লেঙরা, হাঁড়িভাঙ্গা, লটনা, রত্না, ফজলীসহ বিভিন্ন প্রজাতির আমের হাট বাজার বিক্রি করতে দেখা যাচ্ছে। সবচেয়ে আমের চাহিদা বেশি আমরূপালী, হিমসাগর, হাঁড়িভাঙ্গা, লেঙরা আমের। মানুষের নজরও কাড়ে। পটিয়া পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ ভ্যান গাড়ি করে, বিভিন্ন ফুটপাতের মোড়ে পসরা সাজিয়ে বসেছেন। পটিয়া পৌরশহরের আদালত রোডে ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত পাইকার হইতে দরকষাকষির মাধ্যমে ক্রেতারা এই আম কিনে নিয়ে পটিয়া পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছেন। এ অঞ্চলের পটিয়া পুর্বঅঞ্চল পাহাড়ি ও গ্রামাঞ্চলের আম এখানে নিয়ে বসে। পাশাপাশি নজরকাড়ে জাতীয় ফল কাঁঠাল, জাম, লেচু, আনারস, তালসহ বিভিন্ন মৌসুমীফল পাওয়া যাচ্ছে। ভ্যান গাড়ি করে ভ্রাম্যমাণ বিক্রেতা বাসষ্টেশন ইছাক সওদাগর
উপজেলার কমল মুন্সি হাট এলাকার নজরুল ইসলাম বলেন, আড়ৎদার হইতে আমরা আম ক্রয় করে ভ্যান গাড়ি করে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করছি। কিন্তু এবার আম কিনে বেশি লাভবান নয়! বেশিকাংশই আম পঁচে যাচ্ছে। এতে লাভের চেয়ে ক্ষতিই হচ্ছে বেশি। সাজিয়া এন্টারপ্রাইজ নামে ফল ভান্ডারের মালিক মোজাম্মেল হক মাজু বলেন, এবার পর্যাপ্ত বিভিন্ন প্রজাতির আম নিয়েছি। বেচাকেনা হচ্ছে এতে লাভের আশার সঞ্চার সৃষ্টি হয়েছে। তার মাঝে আম পঁচে যাচ্ছে। দাম ভালো পাচ্ছেন।পটিয়া আদালত রোড়ে ফুটপাতের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, খুচরা বাজারে আমরূপালী কেজি দরে ৭০/৮০টাকা, হিমসাগর কেজি দরে ৮০/
৯০ টাকা, লেঙরা কেজি দরে ৭০/৮০টাকা, হাঁড়িভাঙ্গা কেজি দরে ৮০/৯০/১০০ টাকা, লটনা কেজি দরে /৫০/৬০ টাকা, রত্না কেজি দরে ৬০/৭০টাকা, ফজলী কেজি দরে ৬০/৭০ বিক্রি করা হচ্ছে। পটিয়া ছবুর রোডের ব্যাবসায়ী আম ক্রেতা দিদারল আলম বলেন, মৌসুমে ফল আমের বাম্পার ফলন হয়েছে প্রতিদিন পরিবার ও ছেলে মেয়ের চাহিদা আম ক্রয় করে থাকি মাঝে মধ্যে আম বেশি মিষ্টি হয়। পটিয়া কৃষি কর্মকর্তা কল্পনা রহমান জানান,এবার আম উৎপাদনে চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে শীর্ষস্থানে অবস্থান করছে নওগাঁ জেলা,গত কয়েক বছরে নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর এলাকাসহ জেলার অন্য উপজেলাগুলোয় আম উৎপাদন ব্যাপক হারে বেড়েছে বলে তিনি জানান। সর্বাধুনিক আম সংরক্ষণাগারের পাশাপাশি বড় ধরনের জুস-জেলির কারখানাসহ আম গবেষণাকেন্দ্র এবং বৃহৎ পাইকারি বাজার স্থাপনের দাবি নওগা জেলাবাসীর। পটিয়া রেলওয়ে ষ্টেশন আম বিক্রিতা মোঃ ফারুক জানান, এবার দেশে আমের বাম্পার ফলন হয়েছে মনে করি প্রতিদিন রেলওয়ে ষ্টেশনে তার দোকান গত বছরের চেয়ে বেশি আম বিক্রি হচ্ছে বলে তিনি জানান।