

মোঃ মতিন গাজী,ষ্টাফ রিপোর্টারঃ
অভয়নগরের ১নং প্রেমবাগ ইউনিয়নের কাউন্সিল ভবনের সামনে যশোর-খুলনা মহাসড়কে হাইওয়ে রাস্তায় আজ বিকাল ৪টার সময় প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের এ দূর্ঘটনাটি ঘটে।স্থানীয় জনতা জানান,ট্রাকটি খুলনার দিকে যাচ্ছিলো এবং মোটরসাইকেলটি যশোরের দিকে যাচ্ছিলো এ সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ডান পাশে চেপে আসে এবং বাইকটিকে চাপা দেয় তারা আরো বলেন,উক্ত ট্রাকের চালক ও সহকারী দুজনেই পলাতক এবং মোটরসাইকেল ড্রাইভারকে তারা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে,মৃতের নাম মোঃ জুলফিকার আলী ভুট্টো তিনি বসুন্দিয়া ইউনিয়নের জয়ান্তা গ্রামের বাসিন্দা ছিলেন। এমন অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দূর্ঘটনায় নিতহের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ ঘটনায় নওয়াপাড়া হাইওয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং মোটরসাইকেলটি জব্দ করে নওয়াপাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।