নীলফামারীতে ভাবে পালিত হলো আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী


সোহেল রানা, নীলফামারী প্রতিনিধি :
শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল ও র্যালী দিয়ে পালিত হলো নীলফামারীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী।
গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলা আওয়ামী লীগের ব্যানারে শতাধিক নেতাকর্মী নিয়ে জেলা সভাপতি দেওয়ান কামাল আহমেদ এবং সেক্রেটারি এ্যাডভোকেট মমতাজুল হকের নেতৃত্বে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমবেত হয়। দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মমতাজুল হক, উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোশফিকুল ইসলাম রিন্টু, সেক্রেটারি আরিফ হোসেন মুন, সদর উপজেলা সভাপতি আবুজার রহমান, সেক্রেটারি ওয়াদুদ রহমান এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category