

মোঃখোরশেদ আলম ব্যুরো প্রধান:
কুমিল্লার চৌদ্দগ্রামে ৬নং ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘোলপাশা ইউনিয়ন চেয়ারম্যান এ.কে খোকন।
ইউনিয়ন আ’লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক নুরুল হক ভূঁইয়ার সঞ্চালনায় এবং ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাড. নাইমুল হক রাফিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, থানা আ’লীগের সদস্য ফারুক আবদুল্লাহ, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মাষ্টার ইকরামুল হক মজুমদার, মোফজুল মজুমদার, ইউনিয়ন আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোজাম্মেল হক লাউশান, আ’লীগ নেতা আলমগীর হোসেন মজুমদার, ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কুদ্দুছ, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের ইউনিয়ন সভাপতি শ্যামল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কায়সার মোল্লা, সেক্রেটারী আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ ওবায়দুল হক ও হাফেজ আল আমিন। এসময় ঘোলপাশা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।