

মোঃ ফরহাদ, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৭ জুন) বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ ) সুমন দেব জানান, ট্রাকটি ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিল। দ্রুত গতিতে আসার কারণে সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় তিন জন গুরুতর আহত হয়েছেন। এক জনের অবস্থা আশঙ্কাজনক।