

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়া উপজেলা কচুয়াই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অমর কৃষ্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় নিরীহ মহিলা শাহীন আক্তারের জায়গায় আদালতের আদেশ অমান্য করে জোরপুর্বক দখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী শাহীন বাদী হয়ে ২৮ জুন চট্টগ্রাম ডিআইজি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। এতে ১নং বিবাদী করা হয় ঐ এলাকায় নিধন মিয়ার পুএ তৈয়ব মিয়াসসহ ৫জন এবং অজ্ঞতনামা ৫/৬ জনকে। অভিযোগ সুএে জানাযায়, দীর্ঘদিন যাবত শাহীন আক্তারের বসতভিটার জায়গা নিয়ে তৈয়ব গংদের সাথে বিরোধ দেখা দিলে
গত ১৬ জুন শাহীন আক্তার বাদী হয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারায় ৪৩৪/২২ ইং মামলা দায়ের করে।উক্ত মামলার পরিপেক্ষিতে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার এর নির্দেশে থানার এস আই মামুন ঘটনাস্হলে গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন।পরে বিবাদীগণ শাহীন আক্তারের বাড়ির টিন ধারালো চুরি দিয়ে কেটে ফেলেন অভিযোগ সুএে জানাযায়। বর্তমানে বিবাদীগণ থানা পুলিশ ও আদালতের আদেশ অমান্য করে নির্মাণ করছেন বলে শাহিন আকতারের অভিযোগ। বিষয়টি থানা পুলিশ কে একাধিকবার জানানোর পরেও পুলিশ কোন ব্যাবস্তা না নেওয়ায় শাহীন আক্তার চট্টগ্রাম ডিআইজি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।এছাড়াও প্রতিপক্ষ বিবাদীগণ শাহীন আক্তার কে হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছেন বলে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন। শাহীন আক্তার তার দুই কন্যা সন্তান নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। সে এ ব্যাপারে পটিয়া থানার পুলিশ ও উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।