

মোঃখোরশেদ আলম ব্যুরো প্রধান :
কুমিল্লা জেলার থানা সমূহে মামলা তদন্ত, নিস্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার, থানার পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা। গত ২৬শে জুন কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিনাথ সাহার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ফারুক আহমেদ পিপিএম (বার)।
উল্লেখ্য চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা ইতোপূর্বে বিভিন্ন সময়ে সুনামের সহিত চৌদ্দগ্রাম উপজেলায় সাব ইন্সপেক্টর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলার শ্রেষ্ঠ তদন্ত অফিসার হিসেবে ইতোপূর্বেও বেশ কয়েকবার সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র পেয়েছেন চৌকস এই অফিসার।