

রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন:
ব্যাপক আয়োজনের মধ্যেদিয়ে কালকিনি উপজেলা প্রেসক্লাবের ১৩তম সম্মেলন সম্পন্ন করা হয়েছে। আজ(শুক্রবার) সকালে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সম্মেলন শেষে ২১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে বিজয় টিভি ও দৈনিক ইনকিলাবের কালকিনি প্রতিনিধি মোঃ ইকবাল হোসেনকে সভাপতি করে সাধারন সম্পাদক করা হয়েছে দৈনিক জনতা ও দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার কালকিনি প্রতিনিধি বি.এম হানিফকে। মোঃ মনিরুজ্জামান(দৈনিক খবরপত্র)কে প্রধান উপদেষ্টা করে সহ-সভাপতি করা হয়েছে খন্দকার শামীম হোসাইন (দৈনিক খবর বাংলাদেশ) ও মোঃ জিয়াউদ্দিন (শেখ লিয়াকত আহম্মেদ) মাইটিভি কে। মোঃ রিফাত উল্লাহ ও আবু তাহের খানকে যুগ্ম-সাধারন সম্পাদক, মুজিবুল হায়দার রাজ্জাক ও এস.এম শাহজালালকে সাংগঠনিক সম্পাদক, খোরশেদ আলমকে অর্থ-সম্পাদক, কহিনুর সুলতানাকে প্রচার, উজ্জল হায়দারকে দপ্তর, মোঃ সাইফুর রহমান টোকনকে সমাজসেবা সম্পাদক করা হয়েছে। কার্যকরী সদস্য করা হয়েছে আনোয়ার হোসেন মাষ্টার, মুজিবুর রহমান, কাজী কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মাহমুদ, মশিউর রহমান রুলিন, মেহেদী হাসান মিন্টু, মাহমুদুর রহমান ইরান, সাকিবুল ইসলাম খলিল ও আফরিনকে। সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কালকিনির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।