

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে বাংলাদেশ স্কাউটস ওয়ার্কশপ অন সেইফ ফ্রম হার্ম পলিসি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২জুলাই) সকাল থেকে সারাদিন ব্যাপী মুন্সীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে এ আয়োজন করা হয়। এসময় মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটটে অধ্যক্ষ ডঃ সুশীল কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার (এডল্ট রিসোর্স) ফেরদৌস আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) আমিনুল এহেসান খান, জাতীয় উপ-কমিশনার(ফাউন্ডেশন) মোঃ জুনায়েদ, জাতীয় উপ-কমিশনার (এক্সটেনশন) মোঃ ইয়াসিনুর রহমান রাকিব। অতীতে হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট মুন্সীগঞ্জ জেলা রোভার কমিশনার এম সিরাজুল হক, জেলা রোভার সম্পাদক মোঃ রাশিদুর রহমান রূপক, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি মুজিবুর রহমান শেখ, সহকারী পরিচালক ইকবাল হোসেন, জেলা রোভার স্কাউট লিডার মো. সাইফুল ইসলাম রবিন, কোষাধক্ষ্য আনিসুর রহমান, সহকারী কমিশনার বিশ^জিৎ দাস, সাংবাদিক মো. ফরহাদ, সহকারী কমিশনার শিপলু মন্ডল ও মুন্সীগঞ্জ জেলা রোভার স্কাউটস সদস্যবৃন্দ ।