

আবদুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টারঃ-
পটুয়াখালীতে আকস্মিক টর্নেডোর আঘাতে শাহিন হাওলাদার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় ৩ জন আহত এবং ৭ টি বসতঘর বিধ্বস্ত্ম হওয়ার ঘটনা ঘটে। আহতরা হলেন, সোনিয়া আক্তার (১৭), হামিদা বেগম (২২) এবং চাঁদনী (৭).
রবিবার (০৩’-জুলাই-২০২২ ইং) তারিখ আনুমানিক দুপুর ১ টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ড চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন ওই এলাকার মৃত খবির হাওলাদারের ছেলে। সে পটুয়াখালী পৌর নিউমার্কেটে মৎস্য ব্যাবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লাউকাঠী নদীতে গোসলরত ছিলো শাহিন হাওলাদার। এসময় হঠাৎ আকস্মিক ৪০ সেকেন্ডের টর্নেডোতে একটি বসত ঘরের টিনের চালা উড়ে তার গলায় আঘাত হানে। এসময় রান্না ঘর ভেঙে তার মেয়ে সোনিয়া আক্তার (১৭), আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে চলছে কান্নার মাতম।
টর্নেডোর আঘাতে রহিম হাওলাদার, শমেত্র বেগম, চাঁন বানু, জব্বার চালুকদার, ফিরোজা, নয়ন খা, সামছুল হুদার বসতঘর বিধ্বস্ত হয়।
এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার এবং ক্ষতিগ্রস্থদের সাহায্যের চেষ্টা অব্যাহত রয়েছে।