

মো. ফরহাদ, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের মাসিক সভায় উপস্থিত সদস্যদের সম্মত্তিক্রমে গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
সোমবার বিকেল সাড়ে ৫টায় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা কে.এম সাইফুল্লা ভূঁইয়া, সাবেক সভাপতি সামছুল হুদা হিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিলন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহাগ চোকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা নাছিমা সুলতানা রিতা, প্রচার সম্পাদক সালমান হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ মিয়া ও কার্যকরী সদস্য রাজমল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি তুষার আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রুবেল মাদবর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাসুদ খান, দপ্তর সম্পাদক গাজী আসাদুজ্জামান বাবু, কার্যকরী সদস্য রুপা হোসাইন, আইন বিষয়ক সম্পাদক এইচ এম ফেরদৌস, কার্যকরী সদস্য আনিছুর রহমান রলিন, কার্যকরী সদস্য মোঃ শামীম ও কার্যকরী সদস্য ফয়সাল হাসান।
এ মাসিক সভায় উপস্থিত সকলের সম্মত্তিক্রমে ও ক্লাবের নিয়মিত সভায় উপস্থিত না হওয়ার কারণে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাখাওয়াত হোসেন মানিক, নাছির আহম্মেদ ও সেলিম সারোয়ারকে সদস্য থেকে অব্যাহতি প্রদান করা হয়।