

রবিউল ইসলামঃ
মুসলিম উম্মাহ্’র দ্বিতীয় সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের স্বচ্ছ পরিষ্কার মানবিকতার ধারক,বাহক ও প্রচারক শার্শা উপজেলার গণমানুষের নেতা জনাব নাজমুল হাসানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন শার্শা উপজেলা কৃতিসন্তান ও সমাজসেবক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা ও নাজমুল হাসানের একান্ত আস্থাভাজন হাজী মোহাম্মদ বাবলু মিয়া।
দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে। হাজী মোহাম্মদ বাবলু মিয়া বলেন,আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি সমাজ জীবনে প্রতিফলিত হলেই পারস্পরিক হিংসা-বিদ্বেষ কমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
কোরবানীর মর্ম অনুধাবন করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। ইসলাম ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। তাই ধর্মের অপব্যাখ্যা করে বা প্রলোভন দেখিয়ে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে বিশৃংঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
এছাড়া তিনি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন এ বছর ঈদুল আজহা এমন একটি সময়ে উদযাপিত হচ্ছে, যখন বাংলাদেশর দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ যেমন পদ্মা সেতু জন্য আনন্দিত,অন্যদিকে উত্তরবঙ্গের বেশকিছু জেলা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। বন্যার কারণে মানুষের জীবন ও জীবিকা দুটোই আজ হুমকির মুখে। তিনি এই কঠিন সময়ে সমাজে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান।এবং পদ্মা সেতু খুলে দেওয়ার জন্য মানবতার মা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি আরও বলেছেন, জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তাই উন্নয়ন, অগ্রগতির ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামীলীগ’কেই বারবার ক্ষমতায় রাখতে হবে। এ জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে।