

মানিক মিয়া গাজীপুর :
গাজীপুর সদর উপজেলায় ভাওয়াগড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব কফিলউদ্দিন বি.এস.সির সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আ’লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম সরকারের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ফুল নিয়ে কফিলউদ্দিন বি.এস.সি এর বাসভবনের দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
সদর উপজেলার আওয়ামী লীগের অন্যতম উদীয়মান রাজনীতিক জননেতা কফিলউদ্দিন বি.এস.সি বলেন, বর্তমান নেতৃত্বের মাঝে ঐ সকল গুণাবলী আছে কিনা সেটা পরীক্ষা করে নেয়ার জন্য দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেছেন, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আপনাদের সহযাত্রী হতে পারার মতো নেতাকে আপনারা আপনাদের সামনে নিয়ে আসুন। সুখে-দুঃখে সর্বক্ষেত্রে কাছে পাবেন, সদা কর্মক্ষম ও মা-মাটির সাথে সম্পর্ক আছে এবং মেহনতী মানুষের চোখের ভাষা বুঝতে পারে এমন নেতাকে সামনে রেখে পথ চলুন, দেখবেন আপনাদের হতাশ হতে হবে না।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সমসাময়িক রাজনীতি ও আগামী ইউপি নির্বাচন, দলীয় মনোনয়ন, এলাকার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।
দলীয় নেতা-কর্মী ও উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। আমাদের দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী দিন-রাত কঠোর পরিশ্রম করে চলেছেন। আমাদের সবার জন্য নিরাপদ আবাসভূমি গড়তে তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে ভয়ঙ্কর জঙ্গিবাদ কঠোর হস্তে মোকাবিলা করছেন।
আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে, মেহনতী মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর প্রতিটা কর্মীকে সকল ধরনের মতপার্থক্য ভুলে এক কাতারে শামিল হতে হবে এবং সকলকে দলীয় ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।
পরে আগামী ইউ পি নির্বাচন কে সামনে রেখে সকলের দোয়া চেয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।