

মানিক মিয়া গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে সদর উপজেলার হোতাপাড়া আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠে দোয়া, মিলাদ মহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টি ও সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে গাজীপুর জেলা ছাত্রসমাজের আহ্বায়ক শহীদুল ইসলাম শান্ত’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, জেলার যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম।
গাজীপুর জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব বাদশাহ আব্দুল্লাহর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম স্বপন, গাজীপুর জেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক কবির সিকদার, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান মোড়ল, জেলা তরুণ পার্টির সদস্য সচিব রুবেল হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাইনুদ্দিন মোড়ল, জেলা ছাত্র সমাজের সদস্য সাজ্জাদ হোসেন, পিরুজালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বেপারী প্রমুখ।